এইডস রােগ প্রতিরােধ করার একমাত্র উপায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। রাজ্যকে এইডস মুক্ত করার লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন, স্ব-সহায়ক দল, সামাজিক সংগঠন এবং স্কুল-কলেজের এন এস এস বিষয়ে স্বেচ্ছাসেবকদের বেশি করে জনসচেতনতামূলক কর্মসূচিতে সংযুক্ত করতে হবে। পাশাপাশি রাজ্যজুড়ে এক মাসব্যাপী এইডস সচেতনতার উপর বিভিন্ন কর্মসূচি সংগঠিত করার উদ্যোগ নিতে হবে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সােসাইটিকে। তবেই দেশের মধ্যে ত্রিপুরাকে সবার আগে এইডস মুক্ত রাজ্য হিসেবে গড়ে তােলা সম্ভব হবে।

আজ প্রজ্ঞাভবনে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সােসাইটির উদ্যোগে আয়ােজিত রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এইডস রােগ প্রতিরােধ করার একমাত্র উপায় হলাে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর এই কাজটি সরকারের পক্ষে একা করা সম্ভব নয়। এরজন্য বিভিন্ন বেসরকারি সামাজিক সংগঠনকেও জনআন্দোলন গড়ে তােলার কাজে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশের কোভিড- ১৯ পরিস্থিতি মােকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি জনআন্দোলনের আহ্বান জানিয়েছিলেন এবং দেশবাসী এই জনআন্দোলনে শামিল হয়েছেন। ফলস্বরূপ দেশে বর্তমানে কোভিড- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সুব্যবস্থার মাধ্যমে কোভিড-১৯ মােকাবিলা করছে। তাতে ব্যাপক সফলতাও এসেছে। রাজ্যে বর্তমানে কোভিড আক্রান্ত রােগীর সুস্থতার হার ৯৭.১৫ শতাংশ। এছাড়া গত ৭ দিনে কোভিড আক্রান্ত একজন রােগীরও মৃত্যু হয়নি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলেই সেটা সম্ভব হয়েছে। রাজ্যে এইডসকে প্রতিরােধ করার ক্ষেত্রেও ঠিক সেরকমই জনসচেতনতা গড়ে তােলার উদ্যোগ নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, জনগণের মধ্যে এইডস রােগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের প্রতিটি বাস স্ট্যান্ডে ও বাজার এলাকায় মাসব্যাপী প্রচারমূলক অভিযান সংগঠিত করার উদ্যোগ নিতে হবে রাজ্য এইডস কন্ট্রোল সােসাইটিকে। সেখানে এইডস রােগের উপর আলােচনার পাশাপাশি নতুন কিছু বিষয়ও সংযােজন করতে হবে, যাতে জনগণের মধ্যে এই রােগ বিষয়ে জানার আগ্রহ ও সচেতনতা আরও বৃদ্ধি পায়। এরজন্য প্রয়ােজনীয় পরিবেশ গড়ে তােলার উপরও সােসাইটিকে গুরুত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নর্থ-ইস্ট কাউন্সিলের বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলকে ২০২২ সালের মধ্যে ড্রাগমুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। রাজ্য রকার সেই দিশায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।

শুধু তাই নয় প্রধানমন্ত্রীর ভােকাল ফর লােকাল আহানে সাড়া দিয়ে রাজ্য সরকার স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে। কোভিড- ১৯ মােকাবিলায় রাজ্যেই এখন মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি তৈরি হচ্ছে। তাছাড়া ত্রিপুরাই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে এক সপ্তাহের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে কোভিড টেস্টিং করানাে হয়েছে। রাজ্যে এইডস প্রতিরােধেও এইডস কন্ট্রোল সােসাইটিকে এইচ আই ভি পরীক্ষার সংখ্যা বাড়াতে বলেন মুখ্যমন্ত্রী। এরজন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সােসাইটিকে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?