স্টাফ রিপোর্টার, কৈলাশহর, ১ ডিসেম্বর।। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আইজি বি কে শর্মার নেতৃত্বে বিএসএফের উচ্চপদস্থ এক প্রতিনিধি দল ঊনকোটি জেলা সফর করেছেন। সফরকালে তারা কৈলাশহর সহ পার্শ্ববর্তী এলাকার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। সীমান্ত অপরাধপ্রবণতা প্রতিরোধে বিএসএফ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সে সম্পর্কেও তারা বিস্তারিত খোঁজখবর নেন। বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
ঊনকোটি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানা গেছে।বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঊনকোটি জেলা সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। বিএসএফের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি সুশীল কুমার, কুড়ি নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। এটি খুবই তাৎপর্যপূর্ণ সফর বলেও জানা গেছে।