স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া এবং সাব্রুম মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকায় রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করেছেন৷ আগামী ১৯ জানুয়ারি, ২০২১ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ জেলাশাসক আদেশে জানিয়েছেন, রাত ৯টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত এক জায়গায় চার জনের বেশী সমবেত হতে পারবেন না৷ দক্ষিণ ত্রিপুরা জেলার এস পি, বিলোনীয়া ও সাবম মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপত্র ছাড়া উল্লিখিত জায়গায় ও সময়ে সাধারন মানুষ এবং যানবাহন চলাচল করতে পারবেনা৷
জেলাশাসকের আদেশে বলা হয়েছে, আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত রাজ্য পুলিশ, মিলিটারি/ প্যারা মিলিটারির ক্ষেত্রে, দক্ষিণ ত্রিপুরা জেলার এস পি, বিলোনীয়া ও সাবম মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপত্র পাওয়া ব্যক্তির ক্ষেত্রে, জরুরী সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারির ক্ষেত্রে, তৎকালীন চিকিৎসা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে এই আদেশ কার্যকরী হবে না৷ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷