স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১ ডিসেম্বর।। সিধাই থানা এলাকার সিমনার পুটিয়াবিল গ্রামে গাজা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ। এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৭টি গাজা বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি গাজা চাড়া কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সফল অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ মজুমদার এবং এসআই বিজয় সেন। সুন্দর টিলা আউট পোষ্টের ওসি প্রীতিময় চাকমাও অভিযানে অংশ নেন।মঙ্গলবার সকালে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মহকুমা পুলিশ আধিকারিক ডাক্তার কমলবিকাশ মজুমদার জানান পটিয়া বিল এলাকায় গাজা বাগান গড়ে উঠেছে বলে তার কাছে সুনির্দিষ্ট খবর আসে।সেই খবরের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে তিনি সেখানে অভিযানে যান। মঙ্গলবার সাতসকালে অভিযান চালাতে গিয়ে সাফল্য পেয়েছেন তিনি। এ ধরনের গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য গাঁজা চাষ আইনগতভাবে নিষিদ্ধ।আইনগতভাবে নিষিদ্ধ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে একশ্রেণীর অতি মুনাফালোভী লোকজন অধিক মুনাফার লোভে গাঁজা চাষ করে চলেছে। এসব গাজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিয়ত পাচার হচ্ছে।