স্টাফ রিপোর্টার, কমলপুর, ১ ডিসেম্বর।। বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে এবং সুুস্থ ও সবল সমাজ গড়ার বার্তা নিয়ে কমলপুরে আজ এক র্যালি অনুষ্ঠিত হয়৷ কমলপুরের নেতাজী স্ট্যাচু থেকে শুরু হয়ে নগর এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে টাউন হল প্রাঙ্গণে শেষ হয় রেলিটি৷ এতে অংশগ্রহণ করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, নগর পঞ্চায়েতের কাউন্সিলর সুুবত মজমদার সহ বিভিন্ন বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্রছাত্রী এবং শিক্ষক, শিক্ষিকাবৃন্দ৷
আজ র্যালিতে কমলপুর এন এস এস শাখার উদ্যোগে এইডস রোগ সম্পর্কে সচেতনতামূলক ফ্ল্যা’, ব্যানার সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে৷ মহকুমার ১২টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই র্যালিতে অংশগ্রহণ করে৷ রেলির শুরুতে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, এইডস রোগ সম্পর্কে সকলকে সচেতন করাই র্যালির মূল লক্ষ্য৷ তিনি বলেন, সুুস্থ সমাজই শক্তিশালী দেশ গড়তে পারে৷ এইডস মুক্ত সমাজ এবং সক্ষম দেশ গড়ে তুলতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি আহ্বান জানান৷