স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।।রাজধানী আগরতলা শহরের চিত্তরঞ্জন রোডে লরিতে অগ্নিসংযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। তবে অভিযুক্ত নামধাম জানাতে অস্বীকার করেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থেই তার নাম ধাম আপাতত জানানো হচ্ছে না বলেও দাবি করেছে পুলিশ। পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত আরও বেশ কয়েকজনকে জালে তোলার তৎপরতা শুরু করেছে। উল্লেখ্য গত দুদিন আগে চিত্তরঞ্জন রোডের একটি বাড়িতে অগ্নিসংযোগ করে কতিপয় দুর্বৃত্ত। লরির সহ চালকের কাছে তারা টাকা-পয়সা দাবি করেছিল। টাকা পয়সা না দেওয়ার কারণেই গাড়িতে অগ্নিসংযোগ করেছিল তারা। এ ব্যাপারে আগরতলা পূর্ব থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই পূর্ব থানার পুলিশ নড়েচড়ে বসে।