অনলাইন ডেস্ক, ২ ডিসেম্বর।। সুপ্রিম কোর্ট নিয়ে ‘আপত্তিকর’ কার্টুন। এবার শিল্পী রচিতা তানেজার বিরুদ্ধেও একই পদক্ষেপ করল মোদি সরকার। মঙ্গলবার ওই কার্টুনিস্টের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ছাড়পত্র দিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। গুরুতর অভিযোগ, দেশের সর্ব্বোচ্চ সংস্থাকে অপমান করার দুঃসাহস দেখিয়েছেন শিল্পী। সাংবাদিক অর্ণব গোস্বামীর জামিনের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্টের সমালোচনা করে একাধিক কার্টুন আঁকেন কার্টুনিস্ট রচিতা তানেজা। যাতে শাসক দলের নিয়ন্ত্রণাধীন হিসেবে দেখানো হয়েছে সুপ্রিম কোর্টকে।
যা অত্যন্ত আপত্তিকর। সেগুলি আবার নিজের টুইটার হ্যান্ডেল থেকেই শেয়ার করেন শিল্পী। এক আইনের ছাত্র এর প্রতিবাদ করেন। শিল্পীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি চান তিনি। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল সেই অনুমতি দিয়েছেন। কে কে বেণুগোপাল বলছেন, ‘‘ওই কার্টুনিস্টের আঁকা কার্টুনগুলি সুপ্রিম কোর্টকে গভীরভাবে অসম্মান করেছে। এবং সংস্থাকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে।”এর আগে অবশ্য অর্ণবের জামিন ইস্যু্তে টুইট করে আদালত অবমাননার মামলার সম্মুখীন হতে হয়েছে কমেডিয়ান কুণাল কামরাকে। সুপ্রিম কোর্টের পাশাপাশি বিচারপতিদের নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যদিও, এখনও ক্ষমা চাননি কুণাল। এবার একই অভিযোগে অভিযুক্ত রচিতা তানেজাও। তিনি আদালতের কাছে ক্ষমা চাইবেন কিনা, সেটাই দেখার!