স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার চালিতা ছড়ি এডিসি ভিলেজে এক দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম জ্ঞানেন্দ্র ত্রিপুরা।রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ ঘিরে রহস্যের ইঙ্গিত মিলেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দিব্যাঙ্গ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণ পুলিশের কাছে দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারেনি। তবে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই এই ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হবে পুলিশ।