স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। সগৌরবে ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন করল বিএসএফ। সারা দেশের সাথে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আজ শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। করোনা-র প্রকোপের মাঝে খুবই সংক্ষিপ্ত পরিসরে বিএসএফ প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সাথে ত্রিপুরায় সীমান্ত রক্ষায় সাফল্যের তথ্য প্রকাশ করেছে বিএসএফ। এক প্রেস বিবৃতিতে বিএসএফ ত্রিপুরায় সীমান্ত পাহারায় সাফল্যের কিছু তথ্য তুলে ধরেছে। বাংলাদেশের সাথে ত্রিপুরা-র ৮৫৬ কিমি এলাকা জুড়ে সীমান্ত রয়েছে। ওই সীমান্ত পাহারায় ত্রিপুরায় বিএসএফ ১৮টি ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার গত এক বছরের সীমান্ত অপরাধ মোকাবিলায় বিস্তারিত তথ্য তুলে ধরেছে।
২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৪,৭৩,৮৯২টি ইয়াবা ট্যাবলেট, ৬৮,৯০১টি ফেন্সিডিল, ৫,০৩০.২০ কেজি গাঁজা এবং ৩২৬৫ বোতল বিলেতি মদ মিলিয়ে মোট ২৭ কোটি ৯৬ লক্ষ ৫৫ হাজার ৯৩৮ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ। এছাড়া, ১ কোটি ৮৮ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ২১৬৩টি গবাদি পশু, ৯৫ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা মূল্যের ২.২৬৭ কেজি স্বর্ণের বিস্কুট সহ ১১ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ২৪৭ টাকা মূল্যের পাচার সামগ্রী এবং ৩৮ লক্ষ ৫০ হাজার ৮২৫টি গাঁজা গাছ ধ্বংস করেছে বিএসএফ। সাথে ১৩০ জন অবৈধ অনুপ্রবেশকারী, পাচারকারী আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী। তাদের মধ্যে ৮৬ জন ভারতীয় এবং ৩৩ জন বাংলাদেশী নাগরিক রয়েছেন।