স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। মঙ্গলবার রাজ্য ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এন এস এস এর উদ্যোগে রাজধানী আগরতলা শহরে এক সচেতনতা মূলক মিছিল সংঘটিত করা হয়। উমাকান্ত একাডেমি থেকে এই সচেতনতা মূলক মিছিলের আনুষ্ঠানিক সূচনা হয়। সচেতনতামূলক মিছিলের আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া দপ্তরের সচিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এস এস এর কর্মকর্তাগন। সচেতনতামূলকমিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উমাকান্ত একাডেমিতে গিয়ে শামিল হয়।
উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে এ বছর মিছিলে তেমন সমাগম হয় নি।এদিকে প্রজ্ঞা ভবনে এইডস দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইডস দিবসের ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এ সম্পর্কে জনসচেতনা বাড়ানোই সবচেয়ে জরুরি।