স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর ৮ নম্বর রোডে গাংগাইল এলাকায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেছে গৃহশিক্ষক।অভিযুক্ত গৃহশিক্ষকের নাম ইন্দ্রজিৎ ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে খুঁজছে। সে পলাতক বলে জানা গেছে।ঘটনার বিবরণ দিয়ে ধর্ষিতার মা জানিয়েছেন গত তিন মাস ধরে তার নাবালিকা কন্যা গৃহশিক্ষক ইন্দ্রজিৎ ঘোষ এর বাড়িতে গিয়ে পড়তো।এই সময়ের মধ্যে বেশ কয়েকদিন সে নাবালিকা কন্যাকে ধর্ষণ করে বলে তিনি জানান।
মেয়েটিকে তার মা-বাবার কাছে বিষয়টি জানায়নি। শেষ পর্যন্ত নাবালিকা কন্যাটি যখন অসুস্থতা বোধ করে তখন বিষয়টি তার মাকে খুলে বলে। ধর্ষিতা নাবালিকা কন্যাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে।ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।অভিযুক্ত গৃহশিক্ষকের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।