স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। বছর বাঁচাও পরীক্ষায় বসে পাস করতে না পেরে স্কুলে তালা ঝুলাল ছাত্রছাত্রীরা। পরবর্তী সময় পুনরায় বছর বাঁচাও পরীক্ষায় বসেও পাশ করা আর হলও না আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলের ১৫ জন ছাত্রছাত্রীর। তাই মঙলবার সকাল থেকে স্কুলের গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নবম ও একাদশ শ্রেণির অকৃতকার্য ছাত্রছাত্রীরা।তাদের অভিযোগ তারা পরীক্ষায় সব কিছু লিখলেও তাদের পাশ করিয়ে দেওয়া হয় নি। ১৭ জনের মধ্যে কেন মাত্র দুই জন পাশ করেছে তা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রছাত্রীরা।
তাই তাদের পাশ করিয়ে দিতে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আবদ্ধ রেখে গেইটে তালা দিয়ে দেয় ছাত্রছাত্রীরা। এদিকে অভিভাবকদেরও দাবি পাশ না করলেও পাশ করিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের। যা দেখে রিতি মতো হতবাক শিক্ষক শিক্ষিকারা। পাপ করেছেন রাজা মশাই ভুগতে হচ্ছে প্রজাদের। যাইহোক পরে ঘটনাস্হলে পুলিশ ছুটে এসে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।