ট্রাম্পের করোনা বিষয়ক উপদেষ্টার পদত্যাগ

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন। গত কয়েক মাসে করোনা ইস্যুতে নানা বিতর্কে জড়ান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন নাগরিকদের সেবা করার সুযোগ দেওয়ায় পদত্যাগকালে ট্রাম্পের প্রতি ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা ও প্রভাব ছাড়াই সর্বশেষ বিজ্ঞান ও তথ্য-উপাত্তের ওপর আমি সবসময় নির্ভর করেছি।

দায়িত্বের চার মাসে ডা. অ্যাটলাস নানা বিতর্কে জড়ান। করোনা নিয়ন্ত্রণে মাস্কসহ অন্যান্য জিনিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে নানা দ্বন্দ্ব তৈরি হয় ট্রাম্পের এ উপদেষ্টার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শীর্ষ ফেলো এবং রেডিওলজিস্ট ডা. অ্যাটলাস গত আগস্টে টাস্ক ফোর্সে যোগদান করেন। করোনা মোকাবিলা লকডাউনের বিপক্ষে ছিলেন তিনি এবং হার্ড ইমিনিউটি উৎসাহিত করেন। এমন নীতি অনুসরণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি শুরুতে মাস্ক মুখেও দেখা যেতো না তাকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?