অনলাইন ডেস্ক, ৩০ নভেম্বর।। তাঁর আকস্মিক প্রয়াণের পরে পেরিয়ে গিয়েছে চার দিন। কিন্তু দিয়েগো আর্মান্দো মারাদোনার ছায়া থেকে বেরিয়ে আসতে পারছেন না কেউ। এবং তার চেয়েও বড় খবর, আর্জেন্তিনীয় কিংবদন্তির মৃত্যু কি আদৌ স্বাভাবিক, তা নিয়েই প্রশ্ন উঠে গেল। রবিবার আর্জেন্তিনার একটি সংবাদপত্র জানিয়েছে, মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্দো লুকে-কে জিজ্ঞাসাবাদ করেছে বুয়েনস আইরেস পুলিশ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত মাসে মারাদোনাকে তিনিই হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং দিয়েগোর অস্ত্রোপচারের সময় তিনিও সেখানে ছিলেন উপস্থিত। পুলিশের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, অস্ত্রোপচারের পরে মারাদোনোর চিকিৎসা এবং দেখভালে আদৌ কোনও গাফিলতি ছিল কি না। তারই সঙ্গে মারাদোনার প্রতিবেশীদেরও বয়ান নেওয়া হয়েছে এই ব্যাপারে। পুলিশের এক আধিকারিক বলেছেন, “বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলছে তদন্ত। ফলে এখনই সবকিছু খুলে বলা যাবে না।
” মারাদোনার মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠে এসেছে এমন কিছু তথ্য, যা জানার পরে পুলিশের তরফে মনে করা হচ্ছে, তাঁকে বাড়িতে নিয়ে আসার পরে কেউ ঠিক মতো দেখভাল করতেন না। বিশেষ করে, মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লুকের সম্পত্তির পরিমাণ নিয়েও শুরু হয়েছে তদন্ত। আর্জেন্তিনার একটি সংবাদপত্র দাবি করেছেন, লুকের সম্পত্তির পরিমাণে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। সেই দাবির ভিত্তিতে বুয়েনস আইরেস পুলিশের গোয়েন্দা বিভাগ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। বিভ্রান্তি তৈরি হয়েছে মারাদোনার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রক্রিয়া নিয়েও। নামপ্রকাশে অনিচ্ছুক মারাদোনার পরিবারের এক সদস্য বলেছেন, “মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা চেয়েছিলেন আরও কিছু দিন মারাদোনাকে পর্যবেক্ষণে রাখতে।
কিন্তু তাঁর দুই মেয়ে দালমা এবং জিয়ানিয়া জোর করে নিজেদের দায়িত্বে দিয়েগোকে হাসপাতাল থেকে নিয়ে যান। তাঁরা একটি বিশেষ ফর্মে সই করে তাঁকে বাড়িতে নিয়ে আসেন। তার পরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। এর আগেই মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা কিংবদন্তির মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানান, মারাদোনার দায়িত্বে যে নার্স এবং স্বাস্থ্যকর্মী ছিলেন, তাঁরা আদৌ দিয়েগোর ঠিক মতো দেখাশোনা করতেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তা ছাড়া অ্যাম্বুল্যান্স আসতে কেন ৩০ মিনিট সময় লাগল, তা নিয়েও তিনি নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন। প্রাক্তন চিকিৎসক আলফ্রেদো কাহে-ও প্রশ্ন তোলেন, মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পরেও কী করে চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিলেন, সেটা তাঁর বোধগম্য হচ্ছে না। সব মিলিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন এবং ধোঁয়াশা। তারই সমাধানের জন্য বুয়েনস আইরেস পুলিশ নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।