অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। ভারতে কৃষকদের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে আছে’। কৃষক আন্দোলনের খবরে তিনি যে উদ্বিগ্ন সে কথাও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতের কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনাদের অনেকেরই প্রকৃত অবস্থা সম্পর্কে আমি অবগত। তাই কানাডা সবসময় আপনাদের পাশে আছে।
‘ আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রকে আলোচনায় বসার পরামর্শও দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা আলোচনার গুরুত্ব বুঝি। তাই সরাসরি ভারত সরকারের কাছে আমাদের চিন্তার কথা তুলে ধরেছি। আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’ তবে কানাডার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা করেছে শিবসেনা। তারা বলেছে, এটা ভারতের আভ্যন্তরিণ বিষয়। অন্যদেশের রাজনীতির ঘুঁটি নয়। ভারতের সৌজন্যকে সম্মান দেওয়া উচিত কানাডার।