অনলাইন ডেস্ক, ৩০ নভেম্বর।। এখনও মারাদোনার মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি ফুটবল দুনিয়া। তার মধ্যে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন সেনেগালের কিংবদন্তী ফুটবলার পাপা বৌবা দিওপ। দীর্ঘ অসুস্থতার পর ৪২ বছর বয়সে ভারতীয় সময় রবিবার গভীর রাতে জীবনের মাঠ থেকে বিদায় নিলেন প্রাক্তন ফুলহ্যাম মিডিও। দীর্ঘদিন ধরে লিভারের অসুখে আক্রান্ত ছিলেন দিওপ। গত মার্চ মাসে একটি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। ২০০২ বিশ্বকাপে বড়বড় টিমগুলিকে নাস্তানাবুদ করে ছেড়েছিল সেনেগাল। স্কিল আর গতির অসামান্য মিশেল দেখেছিল সারা বিশ্ব। প্রথম ম্যাচেই ১৯৯৮-এর ফ্রান্সকে পাপার গোলে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল।
থিয়েরি অঁরি-ফ্যাবিয়ান বার্থেজদের মাঠ ছাড়তে হয়েছিল মাথা নিচু করে। কেবল ফ্রান্সের বিরুদ্ধেই নয়, ২০০২ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে ৩-৩ অমিমাংসীত ম্যাচে দিওপের পা থেকে এসেছিল জোড়া গোল। সবমিলিয়ে ওই বিশ্বকাপে পশ্চিম আফ্রিকার দেশটিকে আবির্ভাবেই কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম নায়ক ছিলেন দিওপ। ফুলহ্যাম ছাড়াও ওয়েস্টহ্যাম, বার্মিংহ্যাম সিটির হয়ে ইংলিশ প্রিমিয়র লিগে ১২৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন সেনেগালের এই ফুটবলার। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিওপের মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছে, ‘একসময়ের বিশ্বকাপ হিরো আজীবন বিশ্বকাপ হিরো হয়েই থেকে যাবেন।’ দিওপের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর প্রাক্তন ক্লাব ফুলহ্যাম লিখেছে, ‘আমরা বিধ্বস্ত। শান্তিতে বিশ্রাম নাও ওয়্যার্ড্রোব।