স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। তিন দফা দাবিতে বাম ছাত্র সংগঠন রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে। ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ মেলার মাঠ থেকে মিছিল শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠে গিয়ে মিলিত হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।যে তিন দফা দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় সেই তাফিকুল বিশ্লেষণ করে বিস্তারিত বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিগ্রী কলেজ গুলোতে ভর্তি সমস্যা সমাধান করা, ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তির ফি প্রত্যাহার করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সময়মতো স্টাইপেন্ডের টাকা মিটিয়ে দেওয়া প্রভৃতি।
বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক বলেন রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রসমাজ নানা সমস্যার সম্মুখীন।এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়নি।যারা এখনো কলেজে ভর্তি হতে পারেনি তাদের প্রত্যেককে কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিতে উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন ত্রিপুরা মেডিকেল কলেজে ৩২লক্ষ টাকা খরচ বৃদ্ধি করা হয়েছে। তাতে মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।অবিলম্বে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তির ফি প্রত্যাহার করে নিতে তিনি জোরালো দাবি জানিয়েছেন।এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাত্র সংগঠন এবং টিএসইউ বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।