পাক সেনার গুলিতে শহিদ মণিপুরের বিএসএফ জওয়ান

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের জম্মু-কাশ্মীরে গুলি চালাল পাক সেনা। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তবর্তী এলাকায় পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন এক বিএসএফ জওয়ান। ভারতীয় সেনার পক্ষ থেকেও পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে। শহিদ বিএসএফ জওয়ানের নাম পাওতিনসে গুইতে। তিনি বিএসএফের ৫৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই মঙ্গলবার রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। টহলরত ভারতীয় জওয়ানরাও তার পাল্টা জবাব দেয়। অসীম সাহসের পরিচয় দিয়ে একাধিক সহকর্মীর প্রাণ বাঁচান বিএসএফ জওয়ান গুইতে। তবে সহকর্মীদের প্রাণ বাঁচালেও শেষ পর্যন্ত পাক সেনার গুলিতে শহিদ হন গুইতে। শহিদ জওয়ান মনিপুরের বাসিন্দা।

নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখিয়ে যেভাবে শেষ রক্তবিন্দু পর্যন্ত গুইতে লড়াই করেছেন তার জন্য এই জওয়ানের ভূয়সী প্রশংসা করেছে বিএসএফ।বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ জওয়ানের মরদেহ বিমানে করে ইম্ফল পৌঁছবে। সেখান থেকে তাঁর গ্রাম মণিপুরের মাফৌকুকিতে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জম্মুর বিএসএফ আইজি এনএস জামওয়াল জানিয়েছেন, গুইতের কর্তব্যবোধ ও আত্মত্যাগ গোটা দেশকে গর্বিত করেছে। দেশ তাঁকে চিরকাল মনে রাখবে।

গুইতের এই মৃত্যু বৃথা যাবে না। বিএসএফও পাক সেনার আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে পাকিস্তান নিয়মিত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। হামলা চালানোর বিষয়ে এবার তারা সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। বিনা প্ররোচনায় বারবার সীমান্ত সংলগ্ন গ্রাম ও আউটপোস্টগুলি লক্ষ্য গুলি ও মর্টার হামলা চালাচ্ছে তারা। কাশ্মীরের পরিস্থিতি অশান্ত করে তোলাই পাক সেনারা লক্ষ্য। কারণ কাশ্মীর অশান্ত হলে জঙ্গিদের অনুপ্রবেশ সহজ হবে। তবে ভারতীয় জয়ানরাও যথেষ্ট সজাগ আছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?