অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। তাঁর দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আকর্ষণ। তবে সেখানেই সীমাবদ্ধ না থেকে দল পাড়ি দিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এ বার বড় উড়ান দিল বলিউডের বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হল আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের (এসিই)। মার্কিন মুলুকেও এবার শাহরুখ দেখাতে চান তাঁর নিজের এবং নাইটদের ক্রিকেট-শো। দুই তরফে যে চুক্তি হয়েছে, সেখানে ঠিক হয়েছে এসিই এবং কেকেআর ক্রিকেটের উন্নতিতে বিনিয়োগ করবে। এবং মেজর ফুটবল লিগের মতো এবার শুরু করা হবে মেজর ক্রিকেট লিগ। শাহরুখ ছাড়াও এই বিনিয়োগে যুক্ত রয়েছেন কেকেআর-এর বাকি দুই অংশীদার জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতা।
ঠিক হয়েছে তাঁরা লস অ্যাঞ্জেলস দলের ফ্র্যাঞ্চাইজি নিতে চান। কারণ এই শহরেরই দুটি দল লস অ্যাঞ্চেলস লেকার্স এবং লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি মার্কিন বেসবল এবং ফুটবল মহলে রীতিমতো জনপ্রিয়। এক বিবৃতিতে শাহরুখ বলেছেন, “আমরা অনেক দিন ধরেই কলকাতা নাইট রাইডার্সকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং লক্ষ্য করে দেখেছি, আমেরিকার মানুষ খুব মন দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট দেখেন। তাই আমরা সেখানে এবার শুরু করতে চাই মেজর ক্রিকেট লিগ। তা নিয়ে কথা হয়েছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের। খুব তাড়াতাড়ি আমরা সেই স্বপ্ন সফল করতে চলেছি। আমেরিকাকেও ক্রিকেট মানচিত্রে যুক্ত করতে চাই।
” যা শোনা গিয়েছে, ২০২২ সাল থেকে শুরু হতে চলেছে মেজর ক্রিকেট লিগ। আইপিএলের মতো সেই লিগেও দেখতে পাওয়া যাবে বিশ্বের তারকা ক্রিকেটারদের। দল তৈরি করা হবে নিলাম থেকে ক্রিকেটারদের নিয়ে দল তৈরির মাধ্যমে। কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, “আমরা আমেরিকার মতো দেশে ক্রিকেটকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই। সারা বিশ্ব জুড়ে এখন সবচেয়ে জনপ্রিয় হল টি-টোয়েন্টি লিগ। সেখানে কলকাতা নাইট রাইডার্সকে নতুন ভাবে সকলের সামনে তুলে ধরতে হবে।” আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের অন্যতম কর্ণধার বিজয় শ্রীনিবাসন বলেছেন, “মাঠে দর্শকদের কোনও ঘাটতি হবে না। তা ছাড়া সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের বিশ্বাস ক্রিকেটকে নতুন মোড়কে এখানে বিনিয়োগ করতে পারলে তাকে ছড়িয়ে দেওয়ার ভাল বাজার পাওয়া যাবে।”