অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। কৃষক আন্দোলনের সঙ্গে শাহিনবাগের যোগসূত্র খুঁজতে গিয়েছিলেন। সেজন্য একটি ভুয়ো পোস্ট শেয়ার করে বলেছিলেন শাহিনবাগের দাদি নাকি বিক্ষোভের মুখ হওয়ার জন্য ১০০ টাকা করে নেন! কথা হচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। এই পোস্ট শেয়ার করার জন্যই এবার মুখ পুড়ল কঙ্গনার। বর্তমনে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল দিল্লি সীমান্ত। পঞ্জাব-হরিয়ানার কৃষকরা কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লি সীমান্তে। দেশের নানা প্রান্তের কৃষকরাও তাঁদের সমর্থনে এগিয়ে এসেছেন।
কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই বিক্ষোভের বিরোধিতা করেছেন বিজেপি পন্থী কঙ্গনা রানাওয়াত। ঘটনা হল, কৃষক আন্দোলনে শামিল হওয়া এক বৃদ্ধার ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে অনেকেই শাহিনবাগের দাদির সঙ্গে তুলনা করছেন। কিন্তু একটি ভুয়ো পোস্টে দাবি করা হয় এই দাদিদের নাকি ১০০ টাকায় ভাড়া পাওয়া যায়। সেই পোস্ট সম্প্রতি শেয়ার করেন কঙ্গনা। সঙ্গে লেখেন, ‘ হা! হা! ইনি তো সেই দাদি, যাঁকে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় রাখা হয়েছিল। এঁকে তো ১০০ টাকার বিনিময়ে পাওয়া যায়।
পাক সাংবাদিকরা একে ভারতের সম্মানহানির জন্য আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করেছেন’। কঙ্গনার এই মন্তব্য ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। পরে যান যায় মূল পোস্টটিও ভুয়ো। পরে বেকায়দায় পড়ে সেই টুইট মুছেও দেন অভিনেত্রী। কিন্তু নেটিজেনরা পাল্টা বিদ্রুপ করে কঙ্গনার কাছে জানতে চেয়েছেন ‘আপনার মূল্য কত?’