মেয়ে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ জেএনইউ-র প্রাক্তন নেত্রীর বাবার

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ আনলেন তাঁরই বাবা আব্দুল রশিদ শোরা। মেয়ের কাছ থেকেই নাকি প্রাণের আশঙ্কা রয়েছে।শুধু তা-ই নয়, তাঁর আরও দাবি, দেশবিরোধী কার্যকলাপে যুক্ত শেহলার সংগঠন। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহের কাছে লেখা তিন পাতার একটি চিঠিতে শোরার দাবি, শেহলার পাশাপাশি তাঁর স্ত্রী জুবেদা শোরা, আর এক মেয়ে আসমা এবং শেহলার দেহরক্ষীদের থেকেও প্রাণের ঝুঁকি রয়েছে।

এর আগেও শেহলা রশিদের বাবা আব্দুল রশিদ কাশ্মীর পুলিশের কাছে নিজের নিরাপত্তা বাড়ানো আবেদন জানিয়েছিল। প্রাণনাশের আশঙ্কা রয়েছে তাঁর। যদিও এখনও পর্যন্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শেহলা রশিদ। তিনিও পাল্টা একাধিক অভিযোগ এনেছেন নিজের বাবার বিরুদ্ধে। এর মাঝেই আব্দুল শোরা নিজের মেয়েক দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেন, “আচমকা শেহলা জাতীয় রাজনীতি ছেড়ে কেন কাশ্মীরের রাজনীতির প্রতি আকর্ষিত হলেন? শেহলার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছাড়াও তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, দেশবিরোধী কার্যকলাপে যুক্ত শেহলার সংগঠন। ওই সংগঠনের কর্মকাণ্ড খতিয়ে দেখার জন্য পুলিশি তদন্তের দাবি তুলেছেন শোরা। পুলিশের কাছে শেহলার আর্থিক লেনদেন খতিয়ে  দেখারও আর্জি জানিয়েছেন শেহলার বাবা।

পুলিশের কাছে চিঠিতে শোরা লিখেছেন, ‘কাশ্মীর উপত্যকার রাজনীতিতে যোগদানের জন্য প্রাক্তন বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ এবং জরুর বটালি নামে এক ব্যবসায়ীর কাছ থেকে গত বছর ৩ লক্ষ টাকা নিয়েছেন শেহলা। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে তদন্ত করছে এনআইএর।’ শেহলার বিরুদ্ধে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের পর গোটা ঘটনা নিয়ে পদক্ষেপ করতে শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। শোরার লেখা অভিযোগপত্রটি আইজিপি (কাশ্মীর রেঞ্জ)-এর কাছে পাঠানো হয়েছে। তবে এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পরেই শোরগোল পরে গিয়েছে। বিষয়টি নিয়ে জল গড়িয়েছে অনেক দূর।  জম্মু ও কাশ্মীরের বিজেপির প্রধান এদিন মুখ খুলেছেন শেহলার বিরুদ্ধে, তিনি অভিযোগ করেছেন, এই সব পাকিস্তান টাকা হাওয়ালার মাধ্যমে এদেশে এসেছে শেহলা রশিদের কাছে। যাতে কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?