নলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। ব্যক্তি স্বাধীনতা কিংবা মর্যাদা রক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের যে আইন তা ‘লাভ জেহাদ’ বিরোধী আইনের ফলে রীতিমতো লঙ্ঘন করা হচ্ছে। উত্তরপ্রদেশের জারি হওয়া নতুন এই আইনের বিরোধিতায় এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর। উত্তরপ্রদেশ সরকারের লাভ জেহাদ বিরোধী অর্ডিন্যান্সে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। গোটা রাজ্য জুড়ে জারি হয়েছে আইন। নতুন এই আইনে অভিযুক্তের ৩ থেকে সর্বাধিক ১০ বছরের সাজা হতে পারে।
তার বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন বিচারপতির দাবি, এই আইন ব্যক্তি পছন্দের স্বাধীনতা কিংবা মানবাধিকার বিরোধী। তাঁর আরও দাবি, ব্যক্তি স্বাধীনতা কিংবা মর্যাদা রক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের যে আইন তা এর ফলে রীতিমতো লঙ্ঘন করা হচ্ছে। সমাজ এমন আইনের জন্য প্রস্তুত কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রশ্ন তোলেন, ‘‘তাহলে ২০১৮ সালে হাদিয়া মামলার সময় সুপ্রিম কোর্ট যে আইনের কথা বলেছিল তার কী হবে?’’ কেরলের এক মুসলিম যুবককে বিয়ে করেন এক হিন্দু তরুণী।
তিনি ধর্ম বদলে নাম নেন হাদিয়া। মেয়েকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, এই অভিযোগে মামলা করেন হাদিয়ার বাবা। কিন্তু হাদিয়া আদালতে জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন। শীর্ষ আদালতও জানিয়ে নির্দেশ দিয়েছিল, তাঁদের বৈবাহিক জীবনে হস্তক্ষেপ করা যাবে না। ওই ঘটনার উদাহরণ টেনে এনেই উত্তরপ্রদেশের যোগী সরকাররে বিঁধলেন প্রাক্তন বিচারপতি মদন লোকুর।