লকডাউনে ওষুধ না পেয়ে পাঁচ লক্ষ এইডস রোগীর মৃত্যু, দাবি রিপোর্টে

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। করোনা সংক্রমণের কারণে এইচআইভি ভাইরাসের কথা মানুষ বর্তমানে কিছুটা ভুলে থাকলেও এই ভাইরাসের দাপট যে কমে গিয়েছে তা কিন্তু নয়। মঙ্গলবার, বিশ্ব এডস দিবসে গোটা বিশ্বজুড়েই এই মারণ রোগের বিরুদ্ধে বার্তা দিয়ে নানা সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এর মাঝেই উঠে এসেছে এক নয়া তথ্য। জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম অন এডস (ইউএনএডস) জানিয়েছে, করোনা সংক্রমণের প্রথম দিকে লাগাতার লকডাউনের জেরে গোটা দেশেই ধাক্কা খেয়েছিল অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের উৎপাদন ও বন্টন ব্যবস্থা। টানা প্রায় ছয় মাস ওষুধ না পাওয়ায় চলতি বছরে মৃত্যু হয়েছে প্রায় ৫ লক্ষ এডস আক্রান্তের।

২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ মানুষ এডস আক্রান্ত। এদের মধ্যে ১৮ লক্ষেরই বয়স ১৫ বছরের কম। তথ্য বলছে, গত বছর বিশ্বে প্রায় ৬ লক্ষ ৯০ হাজার এডস আক্রান্তের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লক্ষ। গত ৯ বছরে বিশ্বে আইচআইভি সংক্রমণ কমেছে প্রায় ২৩ শতাংশ। ভারতের ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী ভারতে এইচআইভি সংক্রমণ কমেছে প্রায় ৫০-৫৫ শতাংশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?