অবশেষে শিব সেনাতেই যোগ দিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিব সেনাতেই যোগ দিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনার সভাপতি উদ্ধভ ঠাকরের হাত ধরে রাজ্যের ক্ষমতাসীন দলে যোগ দিলেন তিনি। তবে এর আগে রাজনীতি জীবনের শুরুতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বর্তমানে মহারাষ্ট্রে শিব সেনার শরিক কংগ্রেসও। সোমবারই জানানো হয়েছিল, আপাতত তাঁর শিব সেনায় যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। কিন্তু মঙ্গলবারই একেবারে উলটো ছবি।

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শিব সেনাতেই যোগ দিলেন উর্মিলা মাতন্ডকর। খবর ছিল, সোমবার অর্থাৎ গতকালই নাকি আনুষ্ঠানিকভাবে উদ্ধব ঠাকরের দলে যোগ দেবেন তিনি। কিন্তু বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেলেও তেমন কিছু হয় না। তারপরই সামনে আসে নতুন খবর। খোদ অভিনেত্রী জানান, শিব সেনায় নাম লেখানোর কোনও পরিকল্পনা আপাতত তাঁর নেই। তবে বেশ কয়েক মাস ধরে চলতে থাকা জল্পনার ইতি ঘটে এদিন। এর আগে গত লোকসভা নির্বাচনে ঘটা করে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন।

কিন্তু হেরে যাওয়ার পরই সেপ্টেম্বর মাসে দলত্যাগ করেন উর্মিলা। কংগ্রেসের বিরুদ্ধে দলাদলির অভিযোগ এনে রাজনীতি থেকেই বিরতি নিয়েছিলেন। তবে কথা দিয়েছিলেন মানুষের সেবার জন্য আবারও রাজনীতির ময়দানে ফিরবেন তিনি। মঙ্গলবার হয়তো সেই দিনটাই ছিল, যেইদিনটির জন্য সমর্থকদের আপেক্ষা করতে বলেছিলেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?