অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। রিজার্ভ ব্যাঙ্ক ১০ টাকার নোট ছাপানো আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিয়েছে। পরিবর্তে চালু করেছে ১০ টাকার কয়েন। কিন্তু এই কয়েন নিতে অনেকেরই তীব্র আপত্তি রয়েছে। মানুষের এই অনীহা কাটাতে হোটেল নিসর্গ গ্র্যান্ড নামে বেঙ্গালুরুর এক রেস্তোরাঁ বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।কর্নাটকের উদুপি জেলার এই রেস্তোরাঁর মালিক কৃষ্ণ রাজ জানিয়েছেন, তাঁদের হোটেলে কেউ যদি পুরো বিল ১০ টাকার কয়েন দিয়ে মেটান তবে তাঁকে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম তাঁরা চালু করেছেন। প্রথম প্রথম অবশ্য খুব একটা সাড়া পড়েনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানুষ এই নতুন নিয়মে ব্যাপক সাড়া দিচ্ছেন।
অর্থাৎ তাঁরা খাওয়া-দাওয়া করে বিল মেটাচ্ছেন ১০ টাকার কয়েন দিয়ে। কৃষ্ণ জানিয়েছেন, ১০ টাকার নোটের অভাবে কয়েন দিয়ে কাজ চালাতে হচ্ছিল। কিন্তু বহু ক্রেতা ১০ টাকার কয়েন নিতে তীব্র আপত্তি জানান। কিন্তু তাঁদের কাছে কয়েন ছাড়া নোট ছিল না। ফলে সমস্যা দিন দিন বাড়ছিল। এরপরই তাঁর মাথায় আসে এই অভিনব ভাবনা। তিনি নোটিস দিয়ে জানান, কেউ যদি খাওয়া-দাওয়ার পর পুরো বিল ১০ টাকার কয়েন দিয়ে মেটান তাহলে তাঁকে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই প্রস্তাবে প্রথম প্রথম খুব একটা সাড়া মেলেনি। পরে অবশ্য অনেকেই ১০ টাকার কয়েন দিয়ে বিল মিটিয়েছেন। কাউকে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কয়েন দেওয়া হলে তিনিও তা নিতে আপত্তি করছেন না। কৃষ্ণর দাবি, অন্যান্য ব্যবসায়ী, দোকানদারদের মধ্যেও ১০ টাকার কয়েনের লেনদেন বাড়ুক।
তাহলে কয়েন দিয়েই টাকার অভাবের ঘাটতি অনেকটাই মিটবে। কৃষ্ণ আরও জানিয়েছেন, তাঁর রেস্তোরাঁয় প্রতিদিন প্রায় তিন হাজার ১০ টাকার কয়েন জমা পড়ে। জমা পড়া কয়েন ব্যাঙ্কে জমা দিতে গিয়েও তিনি কখনও কোনও সমস্যায় পড়েননি। ব্যাঙ্ক কর্মীরা এই টাকা জমা করে নেন। তাই কয়েন নিতে এখন আর কোনও সমস্যা নেই। ক্রেতারা নিজেরাও কয়েন দিয়ে বিল মেটাচ্ছেন। টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কাউকে ১০ টাকার কয়েন দেওয়া হলে তিনিও আপত্তি করছেন না। তাই এখন আর ১০ টাকার নোট না থাকা নিয়ে একদমই কোনও সমস্যা হচ্ছে না।