অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। নাইজেরিয়ার প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন প্রিটি মাইক নামে এক ব্যক্তি। সম্প্রতি প্রিটি একটি অনুষ্ঠানে ছয় মহিলাকে নিয়ে হাজির হন। ওই ছয় মহিলাই অন্তঃসত্ত্বা। প্রিটির দাবি, ওই ছয় মহিলার সন্তানের জনক তিনি নিজেই। ইনস্টাগ্রামে প্রিটি ছয় বান্ধবীর ছবিও পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে ছয় জনই একই রকম রুপোলি পোশাকে সেজে উঠেছেন। তাঁদের মাঝে গোলাপি পোশাকে রয়েছেন প্রিটি। মহিলারা প্রত্যেকেই অন্তঃসত্ত্বা। তাঁদের বেবি পাম্প স্পষ্ট ধরা পড়েছে।
ওই ছবির ক্যাপশনে প্রিটি লিখেছেন, ‘আমি এবং আমার ছয় সন্তান ও ছয় স্ত্রী’। এক সঙ্গে ছয় জন মহিলাকে অন্তঃসত্ত্বা করার খবর শুনে অনেকের চোখ কপালে উঠেছে। তবে প্রিটি পরিষ্কার জানিয়েছেন, এর মধ্যে কোনও কৌশল নেই। নিতান্তই জীবন উপভোগ করছেন তিনি।নাইজেরিয়ার লাগোসে একটি নাইট ক্লাব চালান প্রিটি। প্লে বয় হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। জানা গিয়েছে, গত বছরই ওই ছয় মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। প্রিটি একসঙ্গে ছয় মহিলাকে গর্ভবতী করে চমকে দিলেও তিনি একটি বিতর্কিত চরিত্র।
এর আগেও বেশ কয়েকজন মহিলাকে চেন দিয়ে বেঁধে প্যারেড করিয়ে তিনি বিতর্ক সৃষ্টি করেছিলেন। সে সময় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রিটি জানিয়েছেন, তাঁর ছয় স্ত্রী আপাতত সুস্থ আছেন। সুস্থ আছে গর্ভস্থ সন্তান। দু’-এক মাসের মধ্যেই তারা পৃথিবীর আলো দেখবে। একসঙ্গে ছয় সন্তানের পিতা হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। একই সঙ্গে তিনি ভীষণ রকম আনন্দ অনুভব করছেন।