অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়াল সারা ভারত ট্যাক্সি সংগঠন। কৃষকদের নৈতিক সমর্থন জানানোর পাশাপাশি তাদের পক্ষ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে দেশজোড়া ট্যাক্সি ধর্মঘটের হুমকিও দেওয়া হয়েছে। সারা ভারত ট্যাক্সি সংগঠনের সভাপতি বলবন্ত সিং ভুল্লর জানান, কৃষকদের দাবিদাওয়া পূরণের জন্য তাঁরা কেন্দ্রকে দু-দিন সময় দিচ্ছেন। যদি কেন্দ্র এই কৃষি আইনগুলি দু-দিনের মধ্যে প্রত্যাহার না করে, তা হলে রাস্তা থেকে আমরা ট্যাক্সি তুলে নেব।
‘ পাশাপাশি ট্যাক্সি চালকদের উদ্দেশে তিনি অনুরোধের সুরে বলেন, ‘৩ ডিসেম্বর থেকে ট্যাক্সি বন্ধ রাখুন’। উল্লেখ্য, বিগত পাঁচ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা। অধিকাংশই পঞ্জাব ও হরিয়ানার কৃষক। তবে, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কৃষকরাও দল দলে শামিল হচ্ছেন। অমিত শাহ আলোচনায় বসতে শর্ত আরোপ করায় কৃষক সংগঠনের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের উপর সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। প্রসঙ্গত, কৃষক আন্দোলন রুখতে পুলিশ ১৪৪ ধারা জারি করে, ব্যারিকেড দিয়ে, কাঁটাতার বিছিয়ে, জলকামান দিয়ে, লাঠিচার্জ করে নান ভাবে কৃষকদের গতিপথ রুদ্ধ করার চেষ্টা হয়েছে।