অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একেবারে ঢুকে পরা যায় সেলেবদের অন্দরমহলে। নিজেদের হট লুকের ফোটো শেয়ার করে চর্চায় আসছেন বলি অভিনেত্রীরা। সম্প্রতি অভিনেত্রী আলাইয়া ফার্নিচারওয়ালা তাঁর জন্মদিন সেলিব্রেট করেছেন একেবারে ভিন্ন কায়দায়। মুম্বইয়ের কাছেই আলিবাগে হয়েছে এই বার্থ ডে সেলিব্রেশন।
সোশ্যাল পেজে শেয়ার করেছেন সেই ছবি।জন্মদিনে মেটালিক সিলভার বিকিনিতে আলাইয়া। জন্মদিনের পার্টির অ্যারেঞ্জারকে ট্যাগও করেছেন এই ছবি, এমন সুন্দর ব্যবস্থার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কৃতজ্ঞ, দারুণ খুশিও হয়েছি। এই ভালবাসা এবং জন্মদিনের শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’