স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ ডিসেম্বর।। এবছর মাধ্যমিকের বছর বাঁচও পরীক্ষায় প্রায় ৬০ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এ বছর বাঁচাও পরীক্ষার জন্য বসে ৬,০১৩ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ৭০০ জন আবেদন করে নি। বছর বাঁচার জন্য ফর্ম পূরণ করেছে ৫,৩০০ জনের কাছাকাছি। তার মধ্যে অনুপস্থিত ছিল ১০০ জন। পরীক্ষা দিয়েছে ৫২০০ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ শতাংশ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে একথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। ৩,০০০ ছাত্র-ছাত্রী পাশ করেছে।
করোনা পরিস্থিতি ও পরীক্ষায় উত্তীর্ণ হবার নিশ্চয়তা না থাকায় অনেকেই আবেদন করেন নি। আবার অনেকেই আছে যথাসময়ে ফর্ম পূরণ করার সুযোগ পায় নি। যারা উত্তীর্ণ হয়েছে তারা কম্পার্টমেন্টাল হিসেবে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। ওয়েবসাইটে ফলাফল দেওয়া আছে। অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফলাফল দেখা যাবে। ৩ ডিসেম্বর থেকে স্কুলের মাধ্যমিক মার্কশিট বন্টন করা হবে। করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিতে কিছুটা সময় লেগেছে। মঙ্গলবার এই বছর বাঁচাও মাধ্যমিকের ফলাফল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিজ্ঞান, সোশ্যাল সাইন্স, অংক এই তিনটি বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। এ তথ্য তুলে ধরেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা।