জাকার্তায় খোঁজ মিলল বাস্তব জীবনের মোগলির

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। রুডইয়ার্ড কিপলিংয়ের গল্পের মোগলির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কিন্তু গল্পের সেই চরিত্র যে বাস্তবে দেখা মিলতে পারে তা ভাবলে অবাক হতে হয়। কিন্তু এমনটাই ঘটেছে জাকার্তায়। সেখানেই খোঁজ মিলেছে গল্পের মোগলির। ২১ বছরের এই মোগলির বাড়ি আছে ঠিকই, কিন্তু সে জঙ্গলে থাকতে ভালোবাসে। কলা-সহ বিভিন্ন ধরনের ফল ও কাঁচা শাকসবজি তার প্রিয় খাবার। এমনকি, সে মায়ের হাতের রান্না খেতেও আগ্রহী নয়। পারে না কথা বলতে। মা বাবা ছাড়া অন্য মানুষকে সে ভয় পায়। মানুষ দেখলেই সে দৌড়ে চলে যায় বনের ভিতর। জাকার্তার এই যুবকের নাম এলি। বয়স ২১।

আর পাঁচজন সাধারণ যুবকের মত মোটেই নয় এলি। তার জীবনযাত্রাও বড়ই অদ্ভুত। গল্পের মোগলির মতোই এলি মানুষকে পছন্দ করে না বরং সে মানুষকে ভয় পায়। তাই সে জঙ্গলে থাকতেই বেশি ভালোবাসে।জানা গিয়েছে, বাবা-মায়ের ষষ্ঠ সন্তান এলি। তবে আগের পাঁচ সন্তান জন্মানোর পরে মারা গিয়েছে। তাই এলি ছিল বাবা মায়ের অতি প্রিয়। কিন্তু কিছুটা বড় হওয়ার পর থেকেই তাকে বেশি টানে জঙ্গল। সেখানেই সে ঘুরে বেড়িয়ে দিন কাটায়। এলির মা জানিয়েছেন, তাঁর ছেলে কথা বলতে পারে না। আর পাঁচটা সভ্য মানুষ যে সব খাবার খায় এলি তা আদৌ পছন্দ করে না। এমনকি মায়ের হাতের রান্নাও সে খেতে চায় না। তার সবচেয়ে প্রিয় খাবার কলা।

এছাড়া সে সব ধরনের কাঁচা শাকসবজি খায়। এলি সবচেয়ে ভালোবাসে দৌড়তে। কখনও-সখনও এক সপ্তাহে সে ২৫০ কিলোমিটারের বেশি দৌড়ে ফেলে বলে তার মা জানিয়েছেন। এলির মা অভিযোগ করেছেন, এলাকার কিছু মানুষ এলিকে একদমই পছন্দ করে না। তাকে বাঁদর বলে রাগায়। এমনকি মারধর করে। স্বাভাবিকভাবেই এলিও ওই সমস্ত মানুষদের পছন্দ করে না। তাদের দেখলেই সে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তখন তাঁকেই খুঁজতে যেতে হয় এলিকে। কারণ না হলে এলি আর বাড়িতে ফিরবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?