আশি-ঊর্ধ্ব বৃদ্ধের যৌন লালসার শিকার হল পাঁচ বছরের শিশুকন্যা

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। আশি-ঊর্ধ্ব বৃদ্ধের যৌন লালসার শিকার হল পাঁচ বছরের শিশুকন্যা। এই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে ওডিশার কেন্দ্রপাড়া জেলার কেন্দ্রপাড়া গ্রামে। ধর্ষণের অভিযোগে সোমবার ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুনাকর পাত্র। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রপাড়া গ্রামে ধৃতের একটি মুদিখানা দোকান রয়েছে। অভিযোগ, রবিবার সন্ধ্যায় চকোলেটের লোভ দেখিয়ে অভিযুক্ত শিশুটিকে দোকানের ভিতরে নিয়ে যায়। তারপর, নিষ্পাপ শিশুটিকে সে ধর্ষণ করে বলে থানায় লিখিত অভিযোগ হয়েছে।

স্থানীয় আউল থানার ইনস্পেক্টর জানান, শিশুটির অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে বৃদ্ধ দোকানিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, জেরায় সে অপরাধের কথা স্বীকার করেছে। বাচ্চাটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের বিরুদ্ধে আইপিসির ৩৭৬ এবি (১২-র কমবয়সি মেয়েকে ধর্ষণ), ২৯৪ (অশ্লীল কাজ), ৫০৬ (ভয় দেখানো) ও ৩৪১ ধারায় অভিযোগ রুজু হয়েছে। পাশাপাশি পকসো আইনের ৪ ও ৬ ধারাতেও পৃথক মামলা দায়ের হয়। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হলে, বিচারক তাকে দু-সপ্তাহের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?