অনলাইন ডেস্ক, ৩০ নভেম্বর।। অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে হার। তার উপরে চার টেস্টের সিরিজে প্রথম ম্যাচ খেলার পরেই দেশে ফিরবেন বিরাট কোহলি। যা নিয়ে নানামহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়ার আগ্রাসী মেজাজ দেখে। আর সেই প্রেক্ষিতেই ভারতীয় দলের অধিনায়কের নাম না করে বোমা ফাটালেন সুনীল গাভাসকার। জানিয়ে দিলেন, তিনি কখনও বোর্ডের কাছে পিতৃত্বকালীন ছুটি চাননি। নিজের কলামে গাভাসকার লিখেছেন, “অনেকেই বলছেন আমি পিতৃত্বকালীন ছুটি চাওয়ার পরেও বোর্ডের অনুমতি পাইনি। ঘটনা কিন্তু আদৌ তা নয়। আমি বোর্ডের কাছে তা নিয়ে কোনও আবেদনই করিনি।
আমি যখন ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলাম, সে সয় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমি এও জানতাম, সফর চলাকালীনই সন্তান জন্ম নেবে। কিন্তু আমার পক্ষেও কিছু করার ছিল না। আমি দলের কাছে দায়বদ্ধ ছিলাম এবং সেই বিষয়ে আমার ভাবনাকে সমর্থন করেছিল স্ত্রী।” তবে নিউজিল্যান্ড সফরে তৃতীয় টেস্টে চোট পান গাভাসকার। আঘাত বেশ গুরুতর ছিল। চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সে সময় তিনি সন্তানকে একবার দেখএ আসার জন্য দলের ম্যানেজারের কাছে অনুরোধ করেছিলেন। সানি লিখেছেন, “আমার চোট বেশ গুরুতর ছিল। তাই চিকিৎসকরা কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম নিতে বলেছিলেন। তার পরেই আমাদের টেস্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
যে হেতু ওই সময় আমি খেলছিলাম না, তাই দলের ম্যানেজার পলি উমরিগড়কে অনুরোধ করেছিলাম, সেই সময়ের মধ্যে সন্তানকে দেখে আসার জন্য। এবং এও জানিয়েছিলাম, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে আবার দলের সঙ্গে যোগ দেব। তাই আমি কোনও টেস্টই মিস করিনি। চিকিৎসকদের পরামর্শ না শুনেই বরং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই খেলেছিলাম ভারতীয় দলের হয়ে।”