স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।।সোমবার আগরতলা টাউন হলে আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠনের এক রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত সংগঠনের কনভেনার ডালিয়া দাস জানান, আগামী ২ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী দু’মাসের আশ্বাস উত্তীর্ণ হবে। এখন পর্যন্ত চাকরীচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধান নিয়ে সরকারের কোনো রকম পদক্ষেপ নেই।
সুতরাং আগামী ৩ ডিসেম্বর থেকে রাজ্যে কি বৃহত্তর আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই কনভেনশন অনুষ্ঠিত করা হয়েছে। তবে সে আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন বলে জানান তিনি। আর সবটাই হবে চাকরিচ্যুতদের সহায়ী সমাধান এবং মৃতের চাকরিচ্যুত পরিবারের চাকুরি প্রদান করার দাবিতে।