বিএড প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা মহাকরণ অভিযান করল চাকরির দাবীতে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।। ফের একবার আন্দোলনমুখী হলো বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা। এদিন বেকার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা মহাকরণ অভিযান করে। দাবি তুলে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের এস টি জি টি, এস টি পি জি টি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া। এবং বর্তমানে প্রকাশ হওয়া এস টি জি টি ১৭৫, এস টি পি জি টি ৬৫ টি পদের বিজ্ঞপ্তি বাতিল করা। এবং চাকরিচ্যুত ১০,৩২৩ জনের মধ্যে শূন্য পদ থাকা ৪৪৪৫ জন সহ অন্যান্য শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা। কিন্তু এই দিন তাদের মহাকরণ অভিযানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এতদিন রাজ্যে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত নেই নিয়োগের জন্য বলে চিৎকার করছিলেন।

কিন্তু বর্তমানে রাজ্যে হাজার হাজার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে হাজার হাজার শূন্য পদ গুলি পূরণ করছে না রাজ্য সরকার। সরকারের প্রতি ছাত্র-ছাত্রীদের সমালোচনায় এদিন ছিল দীর্ঘক্ষণের। কিন্তু এদিন বিপ্লব দেবের পুলিশ যুদ্ধের সাজে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের সামনে। ভিআইপি জোন এবং রেড জোন জমায়েত করলে গ্রেপ্তার করা বলে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতে শুরু করে এসডিপিও প্রিয়া মাধুরী। পরে ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল মহাকরণে ডেপুটেশন প্রদান করতে রায়। কিন্তু আলোচনার পর অসন্তুষ্ট প্রকাশ করে প্রতিনিধি দলটি। পরবর্তী সময় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হবে বলে জানান প্রতিনিধি দলকে। প্রতিনিধি দল উপস্থিত ছিলেন কুসুম আক্তার, মহম্মদ ফারুক। পাশাপাশি এদিন ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?