স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৩০ নভেম্বর।। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে কুমারঘাট পুর এলাকার স্বসহায়ক দলের সদস্যদের বিভিন্ন ধরণের আচার, পাপড় ও রান্নার গুড়া মশলা তৈরির উপর প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে৷ কুমারঘাট পুর পরিষদের উদ্যোগে এবং এস বি আই গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র, কুমারঘাটের ব্যবস্থাপনায় দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশনে পুর এলাকার ১৫টি স্বসহায়ক দলের ৩০ জন সদস্যকে দশদিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হবে৷
এস বি আই গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের হলে দশদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস৷ উদ্বোধকের ভাষণে শ্রীদাস বলেন, কেন্দ্রীয় সরকার গোটা দেশে পরিকল্পনা নিয়ে মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে৷ এজন্য স্বসহায়ক দলগুলিকে সক্রিয় করে তোলা হচ্ছে যাতে গ্রামীণ ও শহুরে মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য বিশেষ নজর দেওয়া যায়৷ এরই ফলশ্রতিতে এই প্রশিক্ষণ শিবির৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত গড়তে জোর দিয়েছে৷ স্বসহায়ক দলগুলিকে এই প্রকল্পের সুুযোগগুলি কাজে লাগানোর পাশাপাশি অন্যদের উৎসাহিত করতেও তিনি আহ্বান জানান৷
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, পুরপরিষদের ডেপুটি সি ই ও স্বপজিৎ সরকার৷ উপস্থিত ছিলেন পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা মালাকার এবং এস বি আই – আর এস ই টি আই, কুমারঘাটের অধিকর্তা সুুকুমার দাস৷ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত প্রশিক্ষণ শিবির চলবে৷