দ্বিতীয় একদিনের ম্যাচেও তারা ৫১ রানে হারাল ভারতকে

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। দুবছর আগে ঘরের মাঠে হারের শোধ নিতে মরিয়া হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচেও তারা ৫১ রানে হারাল ভারতকে। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার তোলা ৪ উইকেটে ৩৮৯ রানের জবাবে ভারত ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ৩৩৮ রান। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে ভরে নিল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার জয়ে এদিনও বড় ভূমিকা নিলেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি ৬৪ বলে ১০৪ রান করেন। ইনিংসে ছিল ১৪টি চার এবং ২টি ছয়।
তবে বড় রান তোলার ভিত তৈরি করে দিয়ে যান দুই ওপেনের অ্যারন ফিঞ্চ (৬৯ বলে ৬০) এবং ডেভিড ওয়ার্নার (৭৭ বলে ৮৩)। ওপেনিং জুটিতে ২২.৫ ওভারে ১৪২ রান ওঠার পরেই স্পষ্ট হয়ে যায়, আজও বিশাল রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।  সেই কাজটা সম্পূর্ণ করেন আইপিএলে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল (২৯ বলে ৬৩) এবং মার্নাস লাবুশেন (৬১ বলে ৭০)। যথারীতি ভারতীয় বোলাররা হতাশ করলেন সকলকে। যা নিয়ে ম্যাচের পরে বিরাট কোহলি বলেন, “আমরা সব জায়গাতেই ওদের কাছে পরাস্ত হয়েছি। বিশেষ করে, বোলিং মোটেও ভাল হয়নি। ফলে ওদের রান তোলা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।” তাড়া করতে নেমে কোহলির ৮৭ বলে ৮৯  এবং কে এল রাহুলের ৬৬ বলে ৭৬ রান ছাড়া
বিশেষ কিছুই বলার নেই। চার নম্বরে নেমে শ্রেয়স আয়ার ৩৬ বলে ৩৮ রান করেন। গত ম্যাচে দারুণ ফর্মে থাকা হার্দিক পাণ্ড্য  ৩১ বলে ২৮ রান করেন। কোহলির কথায়, “অস্ট্রেলিয়ার মতো দলকে পাল্টা আঘাত করতে হলে যে ধারাবাহিকতার দরকার, সেটা আমরা করে উঠতে পারিনি। বোলিংটা একেবারেই ভাল হয়নি। তার পরে রান তাড়া করার জন্য শুরুতে একটা ভাল ওপেনিং জুটির দরকার পড়ে। সেটা কিন্তু হয়নি। না হলে লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু ৩৩৮ রান পর্যন্ত তুলেছি। অর্থাও ওপেনিং জুটি আরও একটু সতর্ক হতে পারলে আমরা লক্ষ্যে পৌঁছতেও পারতাম।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?