গুরুনানক দেবের ৫৫১ তম জন্মজয়ন্তী উদযাপিত রাজ্যেও

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ নভেম্বর।। আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিখ ধর্মের প্রথম ধর্মগুরু গুরুনানক দেবের ৫৫১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব৷ অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিবৃন্দ গুরুনানক দেবের প্রতিক’তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন৷ দিনটি উদযাপনের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে শ্রীমতি দেব বলেন, শিখ ধর্মের সকল গুরুর বাণী সংকলিত করে রচিত হয়েছে গুরুগ্রন্থসাহেব৷ এই পবিত্র গ্রন্থ অনুযায়ী ভগবান নিরাকার৷ সবার ভগবান এক৷ মানবতা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম৷ প্রত্যেককে এর জন্যেই নিজেকে উৎসর্গ করা প্রয়োজন৷

তিনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতি আমাদেরকে মানসিকভাবে একে অপরকে সাহায্য করার শিক্ষা দিয়েছে৷ তিনি বলেন, নিজ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য নিজের ধর্ম, সংস্কৃতির এবং নিজ নিজ গুরুর উপর আস্থা অবশ্যই রাখতে হবে৷ এ জন্য স্বস্ব ধর্মের গুরুর মার্গ দর্শনকে পাথেয় করে এগিয়ে যেতে হবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা বলেন, গুরুগ্রন্থসাহেবে মানব জাতির জন্য যে শিক্ষা রয়েছে তা আজও তাৎপর্যপূর্ণ৷ স্বাগত ভাষণ রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, গত বছর থেকে রাজ্য সরকারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচিতে গুরুনানক দেবের জন্মজয়ন্তী অনুষ্ঠানটি সংযুক্ত হয়েছে৷

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি তথা রাজ্য সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের পুর পারিষদ রত্না দত্ত, সোসাইটি ফর কালচার্যাল কমপ্লেে’র চেয়ারম্যান কমল দে৷ অনুষ্ঠান উপলক্ষ্যে গুরুনানকের সমাজ জীবন ও কর্ম জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়৷ এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি সকল বিধিনিষেধ মেনে সাংস্ক’তিক অনুষ্ঠানও হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?