অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। নয়া কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার আপ্রাণ চেষ্টা করলেও কৃষক আন্দোলন নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে একটাও শব্দ খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই দেশ-বিদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর-পূর্ব ভারতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন। দেশের প্রাচীন ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি। নিউজিল্যান্ডের মন্ত্রী সংস্কৃত ভাষায় শপথ নিয়েছেন। সেই ঘটনার কথাও উল্লেখ করেন। শুধু তাই নয়, দেশের ঐতিহ্য নিয়ে ভারতীয়দের গর্ব করা উচিত বলেও মতপ্রকাশ করেন তিনি। উঠে আসে বাংলার কথা। শিক্ষাক্ষেত্রে স্বদেশী আন্দোলনে শ্রী অরবিন্দের ভূমিকা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এই প্রসঙ্গে বলতে গিয়ে বাংলায় কবিতাও আবৃত্তি করলেন তিনি। অনেকগুলি বিষয়ের সঙ্গে কেন্দ্রের নয়া কৃষি আইন সম্পর্কেও বলতে ভোলেননি তিনি। তাঁর কথায়, “নয়া কৃষি আইন দেশের কৃষকদের জন্য নতুন এক বিশ্বের দরজা খুলে দিয়েছে। তাঁদের হাতে পরানো শিকল ভেঙে দিয়েছে। নতুন অধিকার প্রতিষ্ঠিত করেছে।” এ কথা বলতে গিয়ে তিনি রাজস্থান, মহারাষ্ট্রের একাধিক কৃষকের কথাও তুলে ধরেন। এই ইস্যুতে তুলোধোনা করেন বিরোধীদেরও। প্রধানমন্ত্রীর অভিযোগ, অতীতে কৃষকদের কথা ভাবতেন না কেউ। নিজেদের স্বার্থে কৃষকদের উন্নয়নের কথা ভাবেনি বিরোধীরা। তবে এই আইনের বিরোধিতায় যে আন্দোলন হচ্ছে, তা নিয়ে একটি শব্দও খরচ করলেন না তিনি। শেষে করোনা নিয়ে সকলকে সতর্ক থাকতে বললেন।