অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। আবারও জম্মু ও কাশ্মীরের সীমান্তের আকাশে দেখা মিলল পাক-ড্রোনের। এবার কেন্দ্রশাসিত অঞ্চল আরএস পুরা সেক্টরে। জওয়ানরা বোঝামাত্র গুলিবর্ষণ শুরু করে। গত ছ’মাস ধরে এভাবেই ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে পাকিস্তান। হামলার ছক বানচাল করতে পাল্টা ছক কষছে সেনাও। গত সপ্তাহেই পুঞ্চ সেক্টরে দেখা মিলেছিল পাক ড্রোনের। শনি ও রবিবার মিলিয়ে সীমান্তরেখার কাছে তিনটি পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গিয়েছিল বলে দাবি। মূলত অস্ত্রশস্ত্র ও মাদক দ্রব্য ছড়াতেই সীমান্তরেখা পেরিয়ে এই ড্রোনগুলিকে ভারতের অংশে পাঠায় পাকিস্তান। তারপর ফের নজরে এল পাক-ড্রোন। বিএসএফের তরফে জানানো হয়েছে, রাতের অন্ধকার আকাশে ড্রোনটির গতিবিধি নজরে আসে জওয়ানদের।
এরপরই তারা গুলি চালাতে শুরু করেন। তখনই ড্রোনটি সীমান্ত পেরিয়ে ফিরে যায় পাকিস্তানে।৩৭০ ধারা রদের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে ভোট ছিল শনিবার। সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সতর্ক করে জানিয়েছিলেন, জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনকে ভেস্তে দিতে বেপরোয়াভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চাইছে পাক জঙ্গিরা। গত মাসেই ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে পাক সেনার একটি কোয়াড্রাকপ্টারকে গুলি করে নামিয়েছিল। গত কয়েক দিন ধরে ভারতীয় সেনার প্রতিরোধে আরও মরিয়া হয়ে উঠেছে জেহাদিরা। পশ্চিম অঞ্চলীয় নিয়ন্ত্রণরেখা বরাবর তৈরি হয়েছে অসংখ্য লঞ্চপ্যাড। যখন-তখন হামলা চালাতে পারে পাক-সেনা। তা আঁচ করেই পাল্টা ছক কষতে শুরু করেছে ভারতীয় সেনাও।