ছত্তিশগড়ে ফের হামলা চালাল মাওবাদীরা, জওয়ান শহিদ

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাল মাওবাদীরা। শনিবার রাতের এই হামলায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন আরও নয় জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ছত্রিশগড়ের সুকমা জেলায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এই বিস্ফোরণের টহলরত এক জওয়ান শহিদ হন এবং বাকিরা গুরুতর জখম হন। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে চিন্তালনার জঙ্গলের কাছে আরাব্রজ পাহাড়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় নিরাপত্তারক্ষীরা এলাকায় টহল দিচ্ছিলেন। হতাহত জওয়ানরা সকলেই সিআরপিএফের কোবরা বাহিনীর সদস্য।
বিস্ফোরণের পর আহতদের প্রত্যেককে হেলিকপ্টারে করে উদ্ধার করে রায়পুর নিয়ে আসা হয়েছে। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার রাতে সিআরপিএফ জওয়ানরা টহলদারি চালাচ্ছিলেন। সে সময় এই বিস্ফোরণ হয়। মাটির নিচে লুকিয়ে রাখা একটি আইইডি বিস্ফোরণে এক জওয়ান শহিদ হন। জখম হয়েছেন আরও নয় জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদ জওয়ানের নাম নীতিন ভালেরাও।
তিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে ছিলেন। রবিবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা ছিলেন ভালেরাও। আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের রায়পুরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহত জওয়ানরা সকলেই স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রাতের ওই বিস্ফোরণের পর গোটা এলাকায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। মাওবাদীরা আশপাশের ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কিনা তা জানতে চিরুনি তল্লাশি চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?