স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩০ নভেম্বর।। সিপাহীজলা জেলার সোনামুড়া মহাকুমার দাহাধারানি এলাকায় গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। তাতে চরম সংকটে পড়েছেন এলাকায় বসবাসকারী জনগণ। টানা এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফুঁসছেন ওই এলাকায় বসবাসকারী সব অংশের মানুষজন। সোমবার এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ক্ষুব্দ জনতা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।তারা অভিযোগ করেছেন গত এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ না থাকলেও দপ্তরের তরফ থেকে তেমন কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
সে কারণে বাধ্য হয়ে তারা পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন।অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পথ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন।খোঁজ খবর নিয়ে তারা জানতে পারেন এলাকায় বিদ্যুৎ ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়েছে।সে কারণেই গত কয়েকদিন ধরে এলাকাটি অন্ধকারে নিমজ্জিত। বিষয়টি নিয়ে তারা বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা জানান ট্রান্সফরমারটি সারাইয়ের দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শীঘ্রই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়।সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর ক্ষুব্ধ জনতা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন।প্রশাসনের কর্মকর্তাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ।