স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৩০ নভেম্বর।। কুমারঘাট এর দেওভ্যালি এডিসি ভিলেজের বাতারাই পাড়ায় ৫ নম্বর ওয়ার্ডে একটি রাবার শিট মজুদ রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে গোডাউন পুড়ে ছারখার হয়ে গেছে। ফলে মজুত রাখা ৫ লক্ষাধিক টাকার রাবার শিট পুড়ে নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোডাউনের মালিক দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা ও ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু রাস্তা উপযুক্ত না থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল বাহিনীর জওয়ানরা। শেষ পর্যন্ত গাড়িটি রেখে তারা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে।
স্থানীয় লোকদের নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে। এরইমধ্যে আগুনে পুড় ছারখার হয়ে গেছে রাবার শিট এর গুদাম । গৌতম এর মালিক জানিয়েছেন এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। এ ব্যাপারে তিনি থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।