অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। রবিবার রাহুল এক টুইট বার্তায় বলেন, কেন্দ্রের বিজেপি সরকার মনে করে, দলিত ও আদিবাসীদের শিক্ষার কোনও প্রয়োজন নেই। তবে শুধু বিজেপি নয়, তার মাগদর্শক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একই ভাবনার শরিক। উল্লেখ্য, তফশিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের ছাত্রবৃত্তি আটকে যাওয়া প্রসঙ্গে এদিন মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনেন রাহুল। উল্লেখ্য, নিজের টুইটের সঙ্গে প্রকাশিত একটি প্রতিবেদনও যোগ করে দিয়েছেন রাহুল। ওই খবরে বলা হয়েছে, তফশিলি জাতি উপজাতির একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৬০ লক্ষ ছাত্র-ছাত্রীর বৃত্তি বন্ধ হয়ে গিয়েছে।
কারণ কেন্দ্রের টাকা নেই।’অল ইন্ডিয়া পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ’ প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত পড়ুয়ারা বার্ষিক ১৮ হাজার টাকা করে বৃত্তি পেয়ে থাকে। কিন্তু সেই টাকা অর্থাভাবে আটকে গিয়েছে। ওই প্রতিবেদনটি টুইট করে রাহুল অভিযোগ করেন, বিজেপি এবং আরএসএস মনে করে, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের শিক্ষার কোনও অধিকার বা প্রয়োজন নেই। সম্প্রতি রাহুল টুইটারে মোদি সরকারকে নিয়মিত আক্রমণ করে চলেছেন। দু’দিন আগে দেশে বেকারত্বের হার বৃদ্ধি ও জিডিপি তলানিতে নেমে আসা নিয়ে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একই সঙ্গে পরিষ্কার জানিয়েছেন, নরেন্দ্র মোদির চিন্তাভাবনায় কোনও দিনই দেশের আর্থিক উন্নয়ন সম্ভব হবে না। কৃষি আইন প্রত্যাহারের দাবিতেও কৃষকদের। পাশে দাঁড়িয়েছেন রাহুল। কৃষকদের উপর লাঠির চালানোর তীব্র নিন্দা করেছেন তিনি।