স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩০ নভেম্বর।। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহাকুমার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর এ জুয়া খেলার সামগ্রী সহ তিন জুয়াড়িকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।সংবাদ সূত্রে জানা যায় কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের কাছে সুনির্দিষ্ট খবর আসে ব্রজেন্দ্র নগর এ জুয়ার আসর বসেছে।সেই খবরের ভিত্তিতে থানা থেকে পুলিশ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে হানা দেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার।সেখানে অভিযান চালিয়ে যান আমরা খেলার সময় জুয়াড়িদের হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হন তিনি।
তাদের হেফাজত থেকে জান্ডি মুন্ডা খেলার বিভিন্ন সামগ্রী নগদ কিছু টাকা এবং দুটি বাইক উদ্ধার করা হয়। তিনজনকে আটক করে কদমতলা থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে কদমতলা থানার ওসি জানান ব্রজেন্দ্র নগর এলাকায় বেশ কিছুদিন ধরেই জুয়া খেলা হচ্ছে বলে তার কাছে খবর আসছিল। আজ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তিনি পুলিশকে নিয়ে হানা দিয়ে সাফল্য পেয়েছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় ব্রজেন্দ্র নগর সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে জুয়াখলার রমরমা চলেছে। এই সর্বনাশা জোয়ার খপ্পরে পড়ে বহু পরিবার সর্ব শান্ত হচ্ছে।এই সর্বনাশা জোয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে পুলিশের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।