অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। সোমবার ফের তিন ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার টিকার পরীক্ষা কোন পর্যায়ে রয়েছে, টিকা নিয়ে সংস্থাগুলি কী ভাবনাচিন্তা করছে, কী পরিমাণ ডোজ তারা তৈরি করছে এ সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে জানা গিয়েছে। করোনাজনিত পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরি এবং তা কিভাবে দ্রুত দেশের প্রতিটি প্রান্তে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
টিকার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার তিনি তিন ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার দফতরে গিয়েছিলেন। জেনেভা বায়োফার্মা, বায়োলজিক্যাল-ই এবং ডক্টরস রেড্ডিজ ল্যাব এই তিন দেশীয় সংস্থাও করোনার ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে। এই তিন সংস্থার শীর্ষকর্তা ও ভ্যাকসিন বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার অনলাইন বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার প্রধানমন্ত্রী সেরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলার মতো তিন সংস্থার সঙ্গে টিকা নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, মোদি চান, বিভিন্ন টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি যেন দ্রুত টিকা তৈরির কাজ শেষ করে। শুধু টিকা তৈরিই নয়, ভ্যাকসিন যাতে দেশের প্রতিটি প্রান্তে অতি দ্রুত পৌঁছে দেওয়া যায় এবং উপযুক্তভাবে সংরক্ষণ করা হয় সেদিকেও খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী। মোদি চান, দেশের প্রতিটি মানুষকে যত শীঘ্র সম্ভব করোনার ভ্যাকসিন দিতে। বিশেষ করে যারা করোনা যুদ্ধে একেবারে সামনে থেকে লড়াই করছেন তাদের এবং বয়স্কদের সবার আগে টিকা দেওয়ার কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী। তবে শুধু দেশীয় সংস্থা নয়, বিশ্বের বেশ কয়েকটি সংস্থা করোনার টিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। টিকার বিষয়ে ওই সমস্ত বিদেশি সংস্থার সঙ্গেও কথা বলছে মোদি সরকার।