স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ নভেম্বর।। টাকারজলা থানার পেকুয়ারজলা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায় এক সন্তানের জননী। নিখোঁজ গৃহবধূর নাম পারমিন আক্তার। আট বছর আগে বিশালগড় থানাধীন দোগাঙ্গী গ্রামের কবির হোসেনের মেয়ে পারমিনের সাথে বিয়ে হয়েছিল পেকুয়ারজলার ইদন মিয়াঁর দ্বিতীয় পুত্র আবুল হোসেনের। আবুল পারমিনের ঘর আলো করেছে এক কন্যা সন্তান। বিগত চার বছর ধরে আবুল মধ্য প্রাচ্যে কাজ করছে। আগামী মাসে আবুল বাড়ি ফিরার কথা। এরই মধ্যে ঘটে যায় বিপত্তি। শনিবার সন্ধ্যা রাতে নিখোঁজ হয়ে যায় পারমিন। বাড়িতে ঘর তোলার জন্য ব্যাঙ্ক থেকে তোলা পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কারও উধাও।
ঘরের জিনিসপত্র উলটপালট অবস্থায় পরে রয়েছে। তখন বাড়িতে কেউই ছিলেন না। পরিবারের সদস্যদের সন্দেহ গৃহবধূকে অপহরণ করা হয়েছে। স্বর্ণ এবং টাকা লুঠ করতে এসেছিল দুষ্কৃতিকারীরা। গৃহবধূ তখন একা ছিল বাড়িতে। এই দুষ্কৃতিকারীরা গৃহবধূ এবং তার ছয় বছরের কন্যাকেও তোলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। টাকারজলা থানার দ্বারস্থ হয়েছে নিখোঁজ গৃহবধূর পরিবারের লোকজন।