পুলিশের জন্য নয়া নিরাপত্তা আইনের বিরোধিতায় তুমুল বিক্ষোভ ফ্রান্সে

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। পুলিশের জন্য নয়া নিরাপত্তা আইনের বিরোধিতায় এবার তুমুল বিক্ষোভ ফ্রান্সে। কর্তব্যরত পুলিশকর্মীদের ছবি বা ভিডিও তুললে এক থেকে তিন বছরের জেল হবে অভিযুক্তের। সেনেটের সদস্যরা এতে অনুমোদন দিলেই দেশজুড়ে এই আইনকে কার্যকর করা হবে বলে ঘোষণা করে ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন। এই কালা আইন বাতিলের দাবিতে রাজধানী প্যারিস-সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভে আঁচ। কিছুদিন আগে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্টুডিওতে ঢুকে মাইকেল জেকলার নামে একজন কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে তিন পুলিশকর্মী বেধড়ক মারধর করেছিল। ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই অভিযুক্ত তিন জন-সহ মোট চারজন পুলিশকর্মীকে সাসপেন্ড করে প্রশাসন।
ওই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে ভাল ব্যবহার করার বার্তা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে ফ্রান্সের আইনসভার নিন্মকক্ষে নয়া নিরাপত্তা আইনও পাশ করানো হয়। প্রায় ৪৬ হাজার মানুষ মিছিল করে বিক্ষোভ দেখান প্যারিসে। প্রায় একই ছবি দেখা যায় বোর্দো, লিলে, মন্টপেলিয়ার, ন্যান্টেস-সহ বিভিন্ন শহরেও। বেশিরভাগ জায়গাতেই জনতা ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ফলে প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ার গ্যাসও ছোঁড়ে। পালটা জবাবে পাথর ছোঁড়ে জনতা। উভয়পক্ষের এই সংঘর্ষে অনেকেই জখম হয়েছেন। এর মধ্যে ২০ জন পুলিশকর্মী আছে বলেও জানা গিয়েছে। বহু আন্দোলনকারীকে আটক করা হয়েছে। কিন্তু বিক্ষোভ মোটে থামার নয়। বরং আন্দোলনকারীদের হুঁশিয়ারি, নয়া আইন বাতিল না করলে আন্দোলন ক্রমেই বাড়বে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?