খট্টরকে পাল্টা দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। একদিন আগেই সাংবাদিক বৈঠক করে বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছিলেন, পঞ্জাবের কৃষকদের দিল্লি অভিযানের নেপথ্যে উস্কানি রয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের। পাশাপাশি, পঞ্জাবের কৃষকদের কারণে তাঁর নিজের রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি। রবিবার খট্টরকে এর পাল্টা দিলেন কংগ্রেস শাসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
এদিন তিনি বলেন, ‘মনোহরলাল খট্টর যদি মনে করেন পঞ্জাবের কৃষকদের জন্য হরিয়ানায় করোনা সংক্রমণ বাড়তে পারে, তাহলে তিনি কেন দিল্লি যাওয়ার রাস্তা আটকে রেখে কৃষকদের বাধা দিচ্ছেন? ওনার তো উচিত হরিয়ানা-দিল্লি সীমান্ত খুলে দেওয়া যাতে পঞ্জাবের কৃষকরা হরিয়ানা থেকে দিল্লি চলে যেতে পারেন’। অন্যদিকে, এদিন হরিয়ানার সবকটি খাপ পঞ্চায়েত একযোগে সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর। হরিয়ানার খাপ পঞ্চায়েতগুলির পক্ষ থেকে দাদরির বিধায়ক সম্বির সাঙ্গওয়ান জানিয়েছেন,  খাপ পঞ্চায়েতের সদস্যরাও সোমবার কৃষকদের সমর্থনে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?