অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। হয়তো মহাকাশেও ট্রাফিকের সমস্যা। মহাশূন্যে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়েছিল ইসরোর দু’টি উপগ্রহের মধ্যে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছিল বলে জানানো হয়েছে ইসরোর তরফে। জানানো হয়েছে, গত শুক্রবার রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ আর ইসরোর একটি কৃত্রিম উপগ্রহ খুব কাছাকাছি এসে পড়েছিল। দুর্ঘটনাবসত দু’টি ৭০০ থেকে ৭৫০ কেজির কৃত্রিম উপগ্রহের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল মহাশূন্যে। একটি অরবিটে দু’টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ন্যূনতম দূরত্ব কমে গিয়েছিল বলে জানানো হয়েছে। সাধারণত একটি অরবিটে দু’টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ন্যূনতম কতটা হওয়া জরুরি সে বিষয়ে আমেরিকান মডেল, ইউরোপিয় এবং রাশিয়ান মডেলে অন্তত ৫০০ মিটার দূরত্ব বজায় রাখা জরুরি বলে মনে করা হয়।
যদিও ভারতীয় মডেলে একটি অরবিটে দু’টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ন্যূনতম ১ কিলোমিটার দূরত্ব হওয়া জরুরি বলে মনে করা হয়। ২০০৯-এ এভাবেই দু’টি কৃত্রিম উপগ্রহের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় মার্কিন ও রুশ উপগ্রহের মধ্যে সংঘর্ষে দু’টি কৃত্রিম উপগ্রহই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সে দু’টি ভগ্নাবশেষ ও তার অসংখ্য টুকরো ছড়িয়ে পড়ে সাইবেরিয়ার বিভিন্ন এলাকায়। তবে চিন্তার বিষয় হল, মহাকাশে কৃত্রিম উপগ্রহের সংখ্যা ক্রমশ বাড়ছে। চলতি বছরের জানুযারিতে পাওয়া একটি হিসেব অনুযায়ী, বর্তমানে মহাকাশে কৃত্রিম উপগ্রহের সংখ্যা প্রায় দু’ হাজার।