অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর।। বিশ্বের বিভিন্ন দেশে এতদিন করোনার ভ্যাকসিন তৈরি, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ও ওষুধপত্র নিয়ে গবেষণা করছিলেন বেশকিছু ভারতীয় বিজ্ঞানী। ওই সমস্ত বিজ্ঞানীদের অধিকাংশই করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে কেউ কেউ গুরুতর অসুস্থ। ঘটনার জেরে শেষ পর্যন্ত ৫০ জন ভারতীয় বিজ্ঞানীকে সি-১৭ গ্লোবমাস্টার বিমানে দেশে ফেরাল বায়ুসেনা। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ভারত থেকে চিকিৎসক, বিজ্ঞানী ও প্রশিক্ষিত নার্সদের বিভিন্ন দেশে পাঠিয়েছিল কেন্দ্র।
করোনার ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার কাজে এতদিন তাঁরা ভিনদেশেই ছিলেন। একাধিক বিজ্ঞানী ভাইরাল স্ট্রেন নিয়ে গবেষণা করছিলেন। আবার কিছু বিজ্ঞানী ভ্যাকসিন ট্রায়াল গ্রুপের সদস্য ছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ওই সমস্ত অসুস্থ বিজ্ঞানীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করে বায়ুসেনা। জানা গিয়েছে ২০ ঘন্টার মিশনে ৫০ জন বিজ্ঞানীকে দেশে ফিরিয়ে এনেছে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার।
যার মধ্যে চিনের উহান থেকেও কয়েকজন বিজ্ঞানীকে ফেরানো হয়েছে। তবে শুধু বিজ্ঞানী নন, তাঁদের সঙ্গে গবেষণারত পড়ুয়া ও বিদেশে আটকে থাকা বেশ কয়েকজন ভারতীয়কেও দেশে ফেরানো হয়েছে। তবে দেশে ফিরলেও এখনই তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। আপাতত ভারতীয় সেনাবাহিনীর কোভিড কেয়ার সেন্টারে তাঁদের চিকিৎসা হবে। কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার পরেই সকলেই বাড়ি যাওয়ার অনুমতি পাবেন। সরকার চায়, ওই সমস্ত বিজ্ঞানীরা দ্রুত সুস্থ হয়ে উঠে ফের নিজেদের গবেষণার কাজ শুরু করুন।